টিকা সংরক্ষণাগার নির্মাণে চুক্তি করলো চীন ও মিশর
2022-01-20 19:37:14

 

জানুয়ারি ২০: গত ‌মঙ্গলবার চীনের সাইনোভ্যাক কোম্পানি মিশরের বাইয়োলজিকাল প্রডাক্টস অ্যান্ড ভ্যাকসিন কোম্পানির সঙ্গে টিকা সংরক্ষণাগার নির্মাণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 


মিশরের কোম্পানিকে এ প্রকল্প উপহার হিসেবে বিনামূল্যে দেবে চীনের সাইনোভ্যাক কোম্পানি । প্রকল্পটি চালু হলে এটি হবে আফ্রিকার বৃহত্তম টিকা মজুত কেন্দ্র। 


মিশরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিও লি ছিয়াং অনুষ্ঠানে ঘোষণা করেন, মিশরকে চীন আরো নতুন দফা টিকা উপহার দেবে। 


চীনা রাষ্ট্রদূত জানান, চীন ও মিশরের মহামারি প্রতিরোধ সহযোগিতা দিন দিন জোরদার হচ্ছে। টিকার সহযোগিতাও অনেক ফলপ্রসূ হচ্ছে। মিশরের সাথে একযোগ কঠোর সময় কাটাতে চায় চীন। মিশরকে চলতি বছর তার ৭০ শতাংশ জনসংখ্যাকে টিকা প্রদানের লক্ষ্য বাস্তবায়নের জন্য সাহায্য করবে চীন। 


(আকাশ/এনাম/রুবি)