তালিবানকে স্বীকৃতির আহ্বান জানালেন আফগান প্রধানমন্ত্রী
2022-01-20 16:39:22

জানুয়ারি ২০: আফগানিস্তানের অস্থায়ী সরকার গতকাল (বৃহস্পতিবার) একটি অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করেছে। তাতে দেশটির অস্থায়ী প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আন্তর্জাতিক সমাজের প্রতি তালিবান প্রশাসনকে স্বীকৃতি দিতে এবং আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, আফাগানিস্তান এখন উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং সরকার অর্থনৈতিক সমস্যা সমাধান করতে প্রচেষ্টা চালাচ্ছে। কথিত মানবাধিকারের রক্ষক দেশগুলো বিদেশে আফগানিস্তানের সম্পদ জব্দ করে দেশটিতে মানবিক সংকট সৃষ্টি করেছে।

দেশের অস্থায়ী উপ-প্রধানমন্ত্রী বলেন, গেল ২০ বছরে আফগান অর্থনীতি মূলত বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিল। তবে এমন সহায়তা অর্থনীতির  উন্নয়নে সহায়ক নয় এবং দুর্নীতির সমস্যা সৃষ্টি করে। আফগানিস্তান সবসময় সহায়তার উপর নির্ভর করে চলতে পারবে না। (শিশির/এনাম/রুবি)