বেইজিং অলিম্পিকের প্রতি আন্তর্জাতিক সমাজের দৃঢ় সমর্থন আছে: চীনা মুখপাত্র
2022-01-20 11:26:41

জানুয়ারি ২০: বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ। ইতোমধ্যেই অনেক দেশের রাজনীতিবিদ, খেলোয়াড় ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি তাদের আন্তরিক সমর্থন ঘোষণা করেছে। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন। 

মুখপাত্র বলেন, আইওসি’র প্রেসিডেন্ট একাধিক বার বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি সমর্থনের কথা বলেছেন। তিনি মনে করেন, শীতকালীন অলিম্পিক গেমসকে সামনে রেখে চীনা সরকার মহামারী-প্রতিরোধক যে-ব্যবস্থা গ্রহণ করেছে, তা চীনকে ‘বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান’-এ পরিণত করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বার বার বলেছে যে, বেইজিং শীতকালীন অলিম্পককে সামনে রেখে নেওয়া মহামারী-প্রতিরোধক ব্যবস্থা কার্যকর। 

মুখপাত্র আরও বলেন, কানাডা, ডেনমার্ক ও সুইজারল্যান্ডের অলিম্পিক কমিটি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সফলতা কামনা করেছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট, চেক প্রেসিডেন্ট এবং এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্রীড়া নিয়ে রাজনীতির বিরোধিতা করেছেন। (প্রেমা/আলিম/ছাই)