চীনা নভোচারী জাই চি কাংয়ের মহাকাশে ১০০ দিন
2022-01-20 16:44:05

জানুয়ারি ২০: গত তিনমাস ধরে চীনের শেনচৌ-১৩ মহাকাশযানের নভোচারীরা স্পেস স্টেশনে কাজ করছেন। তাতে থাকা নভোচারী জাই চি কাং এর আগে শেনচৌ-৭ মহাকাশযানেও কাজ করেছেন। দুইটি মিশনের সময় যোগ করলে দেখা যায়, নভোচারী জাই চি কাং মহাকাশে মোট ১০০ দিন কাজ করেছেন।

 

২০০৮ সালে শেনচৌ-৭ মহাকাশযান উত্ক্ষেপণ করা হয়েছে। তাতে থাকা জাই চি কাং স্পেসওয়ালক করা প্রথম নভোচারী। এবারের শেনচৌ ১৩ মহাকাশযানে তিনি দুবার ক্যাবিন থেকে বের হয়েছেন। তিনি সবচেয়ে বেশি স্পেসওয়ালক করেছেন।

 

জাই চি কাংকে মহাকাশের সবচেয়ে মজার ব্যক্তিত্ব হিসেবে গণ্য করে নেটিজেনরা। সাক্ষাত্কারে তিনি মজা করেন এবং দুষ্টুমি করতে পছন্দ করেন। তার কিছু কথা এখন সবার মুখে মুখে।

(রুবি/এনাম/শিশির)