বেইজিং অলিম্পিকের সমর্থনে সম্পাদকীয় ছেপেছে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম
2022-01-20 15:04:01

জানুয়ারি ২০: সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রধান কয়েকটি তথ্যমাধ্যমে প্রকাশিত হয়েছে ‘বেইজিং শীতকালীন অলিম্পিক: অদম্য মানবিক চেতনার প্রতীক’ শিরোনামে একটি সম্পাদকীয়। তাতে বলা হয়, বেইজিং শীত্কালীন অলিম্পিক বিশ্ববাসীর সুন্দর প্রত্যাশা পূর্ণ করেছে এবং সমগ্র মানবজাতির সাধারণ স্বপ্নকে আলোকিত করেছে।

 

সম্পাদকীয়তে বলা হয়, শান্তি প্রিয় এবং খেলাধুলা পছন্দকারী দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসকে সমর্থন করে এবং তার সফল আয়োজন প্রতাশ্যা করে। “খেলাধুলা এমন জায়গায় আশা তৈরি করতে পারে, যেখানে কেবল হতাশা ছিল; জাতিগত বাধাগুলিকে সরকারের চেয়ে ভালোভাবে ভেঙে দিতে পারে ক্রীড়া এবং সব ধরণের বৈষম্যকে দূর করতে পারে”। দক্ষিণ আফ্রিকার পিতা নেলসন ম্যান্ডেলার এ কথাগুলো ঠিকভাবে ক্রীড়ার প্রতি দক্ষিণ আফ্রিকার মানুষদের ভালবাসার বর্ণনা।

 

সম্পাদকীয় মনে করে, মহামারি চলাকালে শীত্কালীন অলিম্পিক গেমস মহামারির চাপ একটু হলেও প্রশমন করতে পারবে এবং বিশ্ববাসীকে অনুপ্রাণিত করতে পারবে। করোনা মাহামরি ও জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জের সম্মুখীণ নানা দেশের ঐক্য ও মৈত্রী এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। (শিশির/এনাম/রুবি)