‘একটি অসাধারণ শীতকালীন অলিম্পিক উপহার দেবে বেইজিং’
2022-01-20 19:32:00


জানুয়ারি ২০: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সমন্বয় কমিটির সদস্য কেইট কেসনিস সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, বেইজিংয়ের প্রত্যেকটি স্টেডিয়াম ও স্থাপনা হবে সারা বিশ্বের সেরা এবং খুবই আকর্ষনীয়। 


তিনি বলেন, “আমি বিশ্বাস করি, বিভিন্ন দেশের খেলোয়াড়গণ এসবের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন”। 


মহামারী প্রতিরোধ-ব্যবস্থার উচ্চ মূল্যায়ন করে তিনি বলেন, “করোনা মহামারীকালে প্রথমে আমাদের একটি নিরাপদ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। বেইজিং এক্ষেত্রে অনেক ভাল করেছে। সবদিকে সুব্যবস্থা নিয়েছে। যদি নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়, তাহলে খেলোয়াড়গণ তাদের সব শক্তি প্রতিযোগিতায় দিতে পারবেন। শীতকালীন অলিম্পিক গেমসে ভাল রেকর্ড সৃষ্টি করতে পারবেন। প্রতিরোধ পদক্ষেপ সুষ্ঠু হওয়ায় বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমস সফল হবে বলে আমি বিশ্বাস করি”। 


তিনি আরো বলেন, “আমি দেখেছি, চীন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের প্রাণ খুলে স্বাগত জানাচ্ছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস খেলোয়াড়দের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হবে বলে আমি মনে করি।”

(আকাশ/এনাম/রুবি)