স্লোভেনিয়া প্রকাশ্যে ‘একচীন নীতি’-কে চ্যালেঞ্জ করেছে, যা নিন্দাযোগ্য: বেইজিং
2022-01-20 11:14:03

জানুয়ারি ২০: স্লোভেনিয়া প্রকাশে ‘একচীন নীতি’-কে চ্যালেঞ্জ করেছে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে অবস্থান নিয়েছে, যা নিন্দাযোগ্য; চীন এর তীব্র প্রতিবাদ জানায়।  গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন।

মুখপাত্র বলেন, বিশ্বে কেবল একটি চীন আছে, তাইওয়ান যার অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই বিশ্বে চীনের একমাত্র বৈধ সরকার। আর ‘একচীন নীতি’ বিশ্বে ব্যাপকভাবে স্বীকৃত একটি নীতি।

তিনি আরও বলেন, চীনের সরকার ও জনগণ স্বদেশের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। চীনা জনগণ কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদ সহ্য করবে না।

উল্লেখ্য, সম্প্রতি স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়নেস জান্সা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে ‘স্বাধীন তাইওয়ান’ ধারণার প্রতি প্রকারান্তরে নিজের সমর্থনের কথা বলেন এবং স্লোভেনিয়ায় রাজনৈতিক কার্যালয় স্থাপন নিয়ে তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সরকারের আলোচনা হচ্ছে বলে জানান।   (সুবর্ণা/আলিম/মুক্তা)