লিথুয়ানিয়ার সঙ্গে চীন ‘জবরদস্তিমূলক আচরণ’ করছে না: বেইজিং
2022-01-19 10:42:55

জানুয়ারি ১৯: লিথুয়ানিয়ার সঙ্গে চীন কোনো ধরনের ‘জবরদস্তিমূলক আচরণ’ করছে না। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র অনানুষ্ঠানিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে উত্থাপিত অভিযোগ সত্য নয়। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন বরাবরই সবধরনের রাজনৈতিক বা কূটনৈতিক ‘জবরদস্তিতার’র বিরোধিতা করে আসছে। চীন কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক দিক দিয়েও ‘জবরদস্তিমূলক আচরণ’ করে না।

মুখপাত্র আরও বলেন, লিথুয়ানিয়া ‘এক চীন, এক তাইওয়ান’ ধারণা সৃষ্টি করে, ‘একচীন নীতি’ লঙ্ঘন করেছে। ইউরোপের উচিত ‘একচীন নীতি’ মেনে চলার পাশাপাশি, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা। (প্রেমা/আলিম/ছাই)