চীনের ঐতিহাসিক স্মৃতি নিদর্শন সংরক্ষণে ব্যাপক সফলতা
2022-01-19 20:15:38

               

জানুয়ারি ১৯: গত বছর চীনের ঐতিহাসিক স্মৃতি নিদর্শন সংরক্ষণে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। ফলে চীনের বিশ্ব উত্তরাধিকারের সংখ্যা বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর ১,১০০টিরও বেশি উত্তরাধিকারের মধ্যে চীনে রয়েছে ৫ শতাংশ। 


২০২১ সালে ঐতিহাসিক স্মৃতি নিদর্শন সুরক্ষা খাতে বিদেশের সাথে আদানপ্রদানেও অনেক সফলতা অর্জিত হয়। সাফল্যের সাথে চীন ৪৪তম  বিশ্ব উত্তরাধিকার সম্মেলনসহ নানা অনুষ্ঠান আয়োজন করেছে। 


২০২২ সালে চীন এশিয়ার সাংস্কৃতিক উত্তরাধিকার সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে। তা ছাড়া, কম্বোডিয়ার অ্যাঙ্কর স্মৃতি স্তম্ভসহ একাধিক বিদেশি প্রকল্পে সহায়তা দেয়ার প্রকল্প এগিয়ে নেবে চীন। 

(আকাশ/এনাম/রুবি)