টোংগায় চীনা নাগরিক ‌ও সংস্থাগুলোর নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: বেইজিং
2022-01-19 11:10:43

জানুয়ারি ১৯: চীনের সরকার টোংগায় চীনা নাগরিক ও সংস্থাগুলোর নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, টোংগায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবার পর পরই সেদেশের চীনা দূতাবাস দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করে। এখন পর্যন্ত কোনো চীনা নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি।

মুখপাত্র আরও বলেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেদেশে চীনা দূতাবাস চীনা নাগরিকদের অবস্থার নিয়মিত খোঁজখবর নিচ্ছে। প্রয়োজনে তাদের সবধরনের সহায়তা দেওয়া হবে। চীন টোংগাকে দুর্যোগ কাটিয়ে উঠতে বিভিন্ন ত্রাণসামগ্রী পাঠাবে বলেও জানান মুখপাত্র (প্রেমা/আলি/ছাই)