দুর্নীতির বিরুদ্ধে অভিযান কোনোভাবেই শিথিল করা হবে না: সি চিন পিং
2022-01-19 11:13:10

জানুয়ারি ১৯: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান কোনোভাবেই শিথিল করা হবে না। জনসাধারণের স্বার্থবিরোধী যে-কোনো দুর্নীতি বা মন্দ প্রবণতা দমন করা হবে। সারা দেশে ও পার্টির মধ্যে তদারকি ব্যবস্থাও সম্পূর্ণ করা হবে, যাতে পার্টির মধ্যে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠতে পারে। গতকাল (মঙ্গলবার) সিপিসি’র সর্বোচ্চ শৃঙ্খলা তদারকি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ সভায় তিনি এ সব কথা বলেন।

সভায় সি চিন পিং বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে এ পর্যন্ত পার্টির কেন্দ্রীয় কমিটি সাহস ও একাগ্রতা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। দুর্নীতি দমনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও একাগ্রতা প্রয়োজন। সিপিসি’র কর্মকর্তাদের উচিত জনগণের চাহিদা বিবেচনা করে, জনগণের জন্য কল্যাণকর বাস্তবধর্মী কাজে আত্মনিয়োগ করা।

তিনি আরও বলেন, শিক্ষা, চিকিত্সা, বীমা, প্রাকৃতিক পরিবেশ, উত্পাদন, এবং ওষুধ ও খাদ্যদ্রব্য খাতে বিদ্যমান বিভিন্ন ঝুঁকি মোকাবিলা করতে হবে। জনসাধারণকে বুঝতে দিতে হবে যে, সমাজে ন্যায়নীতি ও সাম্য প্রতিষ্ঠায় প্রশাসন কাজ করে যাচ্ছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)