অলিম্পিক নিয়ে অপরাজনীতি প্রত্যাখ্যান স্পনসরদের
2022-01-19 20:14:31


জানুয়ারি ১৯: ওয়াশিংটন পোস্টের এক সংবাদে বলা হয়, দুবছর ধরে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্পনসরশিপ ও সম্প্রচার বাতিল করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চাপ দিয়ে আসছে একটি মহল। তবে চীনকে অসন্তুষ্ট না করতে শিল্পপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক চুক্তি মেনে চলছে। 


অনেক অলিম্পিক স্পনসর ভাবছে, চীন হচ্ছে তাদের অন্যতম বৃহত্ বাজার। 


ইন্টেল কোম্পানির চীনা বাজার থেকে তার মোট আয়ের ২৬ শতাংশ পেয়ে থাকে। তা বিশ্বের যে কোনো এলাকার চেয়ে বেশি। 

গত মাসে ইন্টেল কোম্পানি তাদের সরবরাহকদের জানায়, সিনচিয়াং থেকে পণ্য বা সেবা ক্রয় করবে না তারা। তা চীনকে ক্ষুব্ধ করেছে। চীনা তথ্যমাধ্যম ও নেটিজেনরা ইন্টেল কোম্পানির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ফলে ইন্টেল কোম্পানি ক্ষমা চেয়েছে। 

(আকাশ/এনাম/রুবি)