বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়েও শুরু হচ্ছে ওএমএস কার্যক্রম
2022-01-19 21:53:17

জানুয়ারি ১৯: বাংলাদেশে চাল ও আটার দাম বৃদ্ধি পাওয়ায় তৃণমূল পর্যায়ের ভোক্তাদের ওপর যে বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে, তা লাঘবে আগামীকাল বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম বা ওএমএস শুরু করতে যাচ্ছে সরকার। 

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, উপজেলা পর্যায়ে এক হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে ওএমএসে চাল ও আটা বিক্রি করা হবে। ওএমএসে প্রতি কেজি চালের দাম ৩০ টাকা ও আটার দাম ১৮ টাকা বলেও জানান তিনি। 

মন্ত্রী জানান, ওএমএসে একজন সর্বোচ্চ পাঁচ কেজি করে আটা ও চাল পাবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

তিনি বলেন, “আমাদের চালের মজুত সর্বকালের সর্ববৃহৎ। সেটা মানসম্মত চালের মজুত। আশা করি মানুষ এই চাল নিয়ে খাবে।”

কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। 

রহমান/শান্তা