ব্যার্ঘবর্ষ চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ: অস্ট্রেলিয়ার গণমাধ্যম
2022-01-19 20:17:15

 

জানুয়ারি ১৯: গত সোমবার অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ নামের একটি গণমাধ্যম ‘ব্যার্ঘবর্ষ চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেছে। 


প্রবন্ধে বলা হয়, চলতি বছর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। কারণ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেস এ বছর অনুষ্ঠিত হবে। 


প্রবন্ধে আরো বলা হয়, চীনের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিতব্য বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে চীন সাম্প্রতিক সময়ে নিজের সফলতা বিশ্বকে দেখাতে চায়। 


গত দুবছর ধরে চীন “শুন্য করোনা” নীতি পালন করে আসছে। এ নীতি এবারের শীতকালীন অলিম্পিক গেমসেও দেখাবে।এর জন্য প্রতিযোগিতা আয়োজনের সময় ক্লোজড-লোপ ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা হবে। পরিবহন, আবাসন, খাবার, প্রতিযোগিতা, এবং উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ এবারের শীতকালীন অলিম্পিকের সবস্থাপনায় এ নীতি পালিত হবে। 

(আকাশ/এনাম/রুবি)