আত্মবিশ্বাস, সংহতি হল মহামারিকে পরাজিত করার একমাত্র উপায়: চীন
2022-01-19 19:00:41

জানুয়ারি ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান  আজ (বুধবার) বলেন, বিশ্ব মহামারি প্রতিরোধের জটিল পরিস্থিতির সম্মুখীণ রয়েছে। এমতাবস্থায় আস্থা ও সংহতি হচ্ছে মহামারিকে পরাজিত করার একমাত্র উপায়।

জানা গেছে, ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামে ভাষণ দেয়ার সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে বলেন, ২০২১ সালের শেষ পর্যন্ত  ৪০ শতাংশ টিকাদান কার্যক্রম এবং ২০২২ সালের মাঝা-মাঝি সময়ে তা ৭০ শতাংশ  বাস্তবায়নের লক্ষ্য থেকে অনেক পিছিয়ে আছে বিশ্ব। আফ্রিকার দেশসমূহের তুলনায় উচ্চ আয়ের দেশগুলোর টিকাদানের হার সাত গুণ বেশি।

 

এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, মহাসচিবের কথা চিন্তা উদ্রেককারী। করোনা মহামারি তৃতীয় বছরে প্রবেশ করেছে এবং মানবজাতির স্বাস্থ্য ও বৈশ্বিক অর্থনীতি উন্নয়নের উপর গুরুতর হুমুকি সৃষ্টি করেছে। পাশাপাশি, টিকা নিয়ে গঠিত ইমিউন প্রতিরক্ষা লাইনের উপর বার বার হানা দিচ্ছে নতুন প্রজাতির ভাইরাস। উন্নত ও উন্নয়শীল দেশের মধ্যে টিকাইমিউন ব্যবধান বাড়ছে।

 

চাও লি চিয়ান বলেন, চীন বিশ্ব টিকা সহযোগিতা কার্যক্রমের প্রস্তাব উত্থাপন করেছে এবং সবসময় মহামারি প্রতিরোধ আন্তর্জাতিক সহযোগিতার ফ্রন্ট লাইনে দাঁড়িয়েছে।

 

চাও লি চিয়ান জোর দিয়ে বলেন, আশা করা যায়, সংশ্লিষ্ট দেশসমূহ আন্তর্জাতিক সংস্থা ও চীনের সাথে টিকাইমিউন ব্যবধান কমাবে এবং মহামারিকে পরাজিত করায় অবদান রাখবে। (শিশির/এনাম/রুবি)