যুক্তরাষ্ট্রের প্রতি চীনকে কাল্পনিক শত্রু বিবেচনা বন্ধের আহ্বান
2022-01-18 19:06:44

জানুয়ারি ১৮: যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের কথিত ‘চীনা অভিযান’ চালানোর সমালোচনা করেছে চীন। যুক্তরাষ্ট্রকে ভুল আচরণ সংশোধন এবং চীনকে কাল্পনিক শত্রু হিসেবে বিবেচনা না-করার আহ্বান জানিয়েছে বেইজিং।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

 

চাও লি চিয়ান বলেন, চীনে একটি প্রবাদ আছে: কারো বিরুদ্ধে মামলা করতে চাইলে অজুহাতের অভাব হয় না। তেমনি যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের কথিত ‘চীনা অভিযান’ও মামলার ভিত্তি স্থাপন করেছে, তারপর মামলার ব্যাপারে পরীক্ষা করে দেখা হবে।

 

তিনি বলেন, এ ধরণের আচরণে অনেক ভুল মামলার সূচনা হয়। তাদের আইন উপেক্ষা করে মামলা চাপিয়ে দেওয়ার আচরণের তীব্র বিরোধিতা করে বিশ্ব। যুক্তরাষ্ট্রের কথিত ‘চীনা অভিযান’ আসলে চীনকে দমনের একটি অপচেষ্টা মাত্র।

 (রুবি/এনাম/শিশির)