যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহারের তাগিদ ইরানের
2022-01-18 18:47:56

জানুয়ারি ১৮: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (সোমবার) বলেন, ইরান পরমাণু সার্বিক চুক্তির সংশ্লিষ্ট পক্ষসমূহ আলোচনায় নানা ক্ষেত্রে মতৈক্যে পৌঁছেছে। তবে ইরানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের ব্যাপারে এখনো কোনো সমাধান হয়নি। যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

 

এ দিন নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র বলেন, বর্তমানে আলোচনায় মতৈক্যসমূহ দলিলে পরিণত হচ্ছে। ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে সক্রিয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, ইরান পরমাণু চুক্তির সংশ্লিষ্ট পক্ষগুলো গত বছরের এপ্রিল থেকে ভিয়েনায় আলোচনা শুরু করে। আর অষ্টম দফার আলোচনা গত ২৭ ডিসেম্বর শুরু হয়। (শিশির/এনাম/রুবি)