আবারও অনলাইনে বাংলাদেশের বিচারকাজ
2022-01-18 19:44:44

 জানুয়ারি ১৮: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের বিচারকাজ আবারও ভার্চুয়ালি পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার সকালে আপিল বিভাগে বিচারকাজের শুরুতেই প্রধান বিচারপতি একথা বলেন। 

চারিদিকে করোনার সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় বিচারকাজের জন্য ভার্চুয়ালি যেতে হবে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন।’ 

এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান প্রধান বিচারপতি।  

তানজিদ/শান্তা