সবুজ ও টেকসই উন্নয়নে গুরুত্বারোপ মোদির
2022-01-18 17:03:06

জানুয়ারি ১৮: ভারত সবুজ ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। গতকাল (সোমবার) ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামের ভিডিও অধিবেশনে ভাষণ দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা বলেন।

 

মোদি বলেন, ভারত ২০৭০ সালে জিরো কার্বন নির্গমনের প্রতিশ্রুতি দিয়েছে। ভবিষ্যতে দেশটি সবুজ, পরিস্কার ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে।

 

তিনি আরও বলেন, ভারত বর্তমানে ব্যবসায়িক সুবিধা বেগবান করছে। শৈল্পিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং প্রতিষ্ঠানগুলোর করের হার কমানোসহ নানা ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়িক পরিবেশন উন্নত করা হচ্ছে। আগামী ২৫ বছরের উন্নয়ন পরিকল্পনা করেছে ভারত।

 

এ পর্যন্ত ভারত ১৬০ কোটি ডোজ টিকা প্রয়োগ করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

(রুবি/এনাম/শিশির)