বসন্ত উত্সবের যাত্রী পরিবহন বেড়েছে ২২ শতাংশ
2022-01-18 17:03:53

জানুয়ারি ১৮:  গতকাল (সোমবার) শুরু হয়েছে চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের যাত্রী পরিবহন। এ দিন গত বছরের একই সময়ের তুলনায় যাত্রী পরিবহন ২২ শতাংশ বেড়েছে।

 

বেইজিং-থিয়ানচিন-হ্য বেই, ইয়াংচি নদীর বদ্বীপ ও চু নদীর বদ্বীপ অঞ্চলে যাতায়াত গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় দেখা গেছে। তবে সমুদ্র পথে যাতায়াত পরিস্থিতি স্থিতিশীল ছিল।

 

এ দিন বিভিন্ন স্থানের গণনিরাপত্তা বিভাগ সেবাকাজ জোরদার করেছে। রাস্তঘাটে ঝুঁকি রোধ করতে পরিবহন পুলিশ চেক পয়ন্টে তল্লাশি জোরদার করেছে। গাড়ি চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। (রুবি/এনাম/শিশির)