বিশ্ব অর্থনীতি ফোরামে প্রদত্ত প্রেসিডেন্ট সি’র ভাষণের ভূয়সী প্রশংসা শোয়াবের
2022-01-18 16:52:35

জানুয়ারি ১৮: গতকাল (সোমবার) অনুষ্ঠিত ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামে অনলাইনে প্রদত্ত চীনা প্রেসিডেন্ট সি চিন পিং’র ভাষণটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ভাষণে তিনি মানব জাতির শান্তি ও সমৃদ্ধির একমাত্র উপায় হিসেবে সংলাপ ও সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ফলে ভাষণটির ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব।

 

শোয়াব বলেন, “বর্তমানে আমাদের উচিত সবধরণের শক্তি সুসংহত করে বিশ্ব অর্থনীতির নমনীয়, সহনশীল ও টেকসই উন্নয়ন বেগবান করা। মানব জাতির উচিত হাতে হাত রেখে বর্তমান গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করা”।

 

শোয়াব আরও বলেন, ২০২১ সালে চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন হয়েছে এবং সার্বিক সচ্ছল সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়ন হয়েছে।

 

চীনা প্রেসিডেন্টকে চীনা ব্যাঘ্রবর্ষের শুভেচ্ছা জানিয়ে আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিকের সাফল্যের কামনা করেন তিনি।

 (রুবি/এনাম/শিশির)