বৈশ্বিক পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ প্রয়াস চান জাতিসংঘ মহাসচিব
2022-01-18 18:14:23


জানুয়ারি ১৮: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল (সোমবার) বিশ্ব অর্থনীতি ফোরামে এক ভিডিও ভাষণ দিয়েছেন।

 

ভাষণে তিনি ২০২২ সালকে পুনরুদ্ধারের বছরে পরিণত করার  জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

 

তিনি বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি মন্দাবস্থা থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। তবে করোনা মহামারির ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে এবং শ্রম বাজারে সংকটসহ নানা কারণে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার দুর্বল হয়ে পড়েছে।

 

গুতেরেস জোর দিয়ে বলেন, গেল দুবছর প্রমাণ করে যে কোন একজনকে পরিত্যাগ করা মানে সবাইকে পরিত্যাগ করা। আসল পরিবর্তন চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রচেষ্টা চালাতে হবে।

 

তিনি আরও বলেন, মহামারি প্রতিরোধে ন্যায্যতা রক্ষা করতে হবে আন্তর্জাতিক সমাজকে। টিকার ন্যায্যতা দরকার। আন্তর্জাতিক  আর্থিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশকে সমর্থন দেয়ার আহ্বানও জানান তিনি।(শিশির/এনাম/রুবি)