রুশ-চীন সহযোগিতাব্যবস্থা অনন্য: সার্গেই লাভরভ
2022-01-18 10:55:34

জানুয়ারি ১৮: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ রুশ-চীন সম্পর্কের সর্বশেষ অবস্থা নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

মুখপাত্র জানান, সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রুশ-চীন উচ্চপর্যায়ের আদান-প্রদান ও কৌশলগত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং রুশ-চীন সার্বিক সহযোগিতামূলক ব্যবস্থাকে ‘অনন্য’ বলে আখ্যায়িত করেন। চীন ও রাশিয়া যৌথভাবে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও সমতা রক্ষায় কাজ করছে বলেও রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে উল্লেখ করেছেন।

চীনা মুখপাত্র চাও লি চিয়ান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতায় কোনো নিষিদ্ধ এলাকা থাকে না। দু’দেশের নেতৃবৃন্দদের বার্ষিক আদান-প্রদান, প্রধানমন্ত্রীদের নিয়মিত বৈঠক এবং আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে বিনিময়, দু’দেশের মধ্যে একটি সার্বিক সহযোগিতামূলক সহযোগিতাব্যবস্থা গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন ও রাশিয়া বরাবরই জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার আওতায় কাজ করে আসছে, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিশ্ব প্রশাসনের ধারণাকে সমর্থন করে যাচ্ছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে, এবং জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে স্থিতিশীল ও ইতিবাচক শক্তি হিসেবে ভূমিকা রেখে আসছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)