চীনের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে সুইডিশ শিক্ষামন্ত্রীর সন্তোষপ্রকাশ
2022-01-18 10:27:57

জানুয়ারি ১৮: চীনের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তাঁর দেশের সহযোগিতা ও সহযোগিতা থেকে প্রাপ্ত ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুইডেনের শিক্ষামন্ত্রী আন্না ইয়েকস্ট্রম। তিনি গতকাল (সোমবার) সেদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছুই আইমিনের সঙ্গে সাক্ষাতে, এ খাতে দু’দেশের সহযোগিতার ভবিষ্যৎনিয়েও আশাবাদ প্রকাশ করেন।

সুইডিশ মন্ত্রী বলেন, সুইডন ও চীন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপর গুরুত্ব দেয়। এ অভিন্ন অবস্থান দু’পক্ষের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতর এবং সবুজ উন্নয়নে সহযোগিতা জোরদার করতে সহায়ক হবে।

এসময় রাষ্ট্রদূত ছু আইমিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা দু’দেশের স্বার্থেই জরুরি। চীন বরাবরের মতো ভবিষ্যতেও সুইডেনের সঙ্গে এ খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। (প্রেমা/আলিম/ছাই)