চীন ও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
2022-01-18 18:12:49

জানুয়ারি ১৮: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে এক বৈঠকে মিলিত হয়েছেন।

 

ওয়াং ই বলে, চীন ও এস্তোনিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছরে দুদেশের সম্পর্কের ভারসাম্যপূর্ণ ও সুষ্ঠু উন্নয়ন হয়েছে, তা দুদেশের জনগণকে উপকৃত করেছে।

 

তিনি বলেন, দুপক্ষের উচিত্ পরস্পরের কেন্দ্রীয় স্বার্থের প্রতি গুরুত্ব দেয়া এবং পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার আন্তর্জাতিক সম্পর্কের নীতিতে অবিচল থেকে দুদেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি রক্ষা করা। 

 

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এস্তোনিয়ার সঙ্গে যোগাযোগ জোদার করে দ্বিপক্ষীয় সম্পর্কের সুদীর্ঘ ও স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করতে চায় বেইজিং। (শিশির/এনাম/রুবি)