মহামারিকে পরাজিত করা সবার দায়িত্ব: সি চিন পিং
2022-01-17 18:59:34

জানুয়ারি ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) বেইজিং থেকে অনলাইনে ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন।

ভাষণে তিনি বলেন,  বর্তমানে বিশ্ব শতাধিক বছরে অদেখা পরিবর্তনে রয়েছে। এ পরিবর্তন কেবল একটি সময়, একটি ব্যাপার, একটি দেশ  বা একটি অঞ্চলে  সংঘটিত হচ্ছে না, বরং এটি একটি বিশাল যুগের পরিবর্তন। এমতাবস্থায় মহামারি ছড়িয়ে পড়ায় বিশ্ব আরও বেশি অস্থিতিশীলতায় পড়েছে।

তিনি বলেন, মহামারিকে পরাজিত করা, এবং মহামারি-উত্তর বিশ্বকে নির্মাণ করা বিশ্বের নানা দেশের মানুষের অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত এবং সবার জন্য জরুরি। (শিশির/এনাম/রুবি)