পারস্পরিক সম্মানের ভিত্তিতে যৌথ উন্নয়ন চান সি চিন পিং
2022-01-17 19:16:51

জানুয়ারি ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে পারস্পরিক কল্যাণ লাভ করা মানব জাতির সঠিক পথ। বিভিন্ন দেশ ও সভ্যতার উচিত পরস্পরকে সম্মান প্রদর্শনের ভিত্তিতে যৌথ উন্নয়ন এবং সহযোগিতার মাধ্যমে যৌথ কল্যাণ লাভ করা।

 

তিনি বলেন, “আমাদের উচিত ইতিহাসের প্রবণতার সঙ্গে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা এবং মানব জাতির অভিন্ন মুল্যবোধ সম্প্রসারণ করা। যাতে মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করা যায়।  বৈরিতা নয় সংলাপ, এবং  অন্যদের প্রত্যাখ্যান নয়, বরং সহ্য করায় অবিচল থাকতে হবে”।

 

সব ধরণের একতরফাবাদ, সংরক্ষণবাদ ও আধ্যিপত্যবাদের বিরোধিতা করতে হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট সি।

 

বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যানের আমন্ত্রণে আজ (সোমবার) বেইজিং থেকে অনলাইনে ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামে দেয়া গুরুত্বপূর্ণ এক ভাষণে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

 (রুবি/এনাম/শিশির)