বাংলাদেশে ৫০ বছর বয়সীরাও পাবেন করোনা টিকার বুস্টার ডোজ
2022-01-17 19:38:36

জানুয়ারি ১৭: করোনা টিকার বুস্টার ডোজে গতি আনতে বয়সসীমা কমানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এখন থেকে ৬০ বছরের জায়গায় ৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, চলমান টিকা কার্যক্রমে বুস্টার ডোজ দেয়ায় খুব বেশি অগ্রগতি নেই। কারণ অনেকেরই ৬ মাস পূরণ হয়নি। জানান, এ পর্যন্ত মাত্র ৭ লাখের মতো বুস্টার ডোজ দেওয়া হয়েছে। তাই টিকা কার্যক্রমে গতি আনতে বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরও বলেন, টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে। কিন্তু সংক্রমণের ঝুঁকি কমে না। তাই সবাইকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন তিনি। সরকারের ১১ দফা বিধিনিষেধ মেনে চলতেও সবার প্রতি অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

মাহমুদ হাশিম/শান্তা