অর্থনৈতিক বিশ্বায়নের প্রবণতা রোধ করা অসম্ভব: সি চিন পিং
2022-01-17 19:15:32

জানুয়ারি ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, অর্থনীতির বিশ্বায়ন যুগের প্রবণতা।  এ প্রবণতার প্রবাহকে  বিশ্ব বাজারের সমুদ্রে বিপরীত প্রবাহের সম্মুখীণ হতেই হবে। তবে তাকে ঠেকানো যাবে না। অর্থনীতির বিশ্বায়নের পথে অনেক সংকট ও বাধা আসলেও তার দিক পরিবর্তিত হবে না।

 

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উচিত বাস্তব বহুপক্ষবাদে অবিচল থাকা, দেয়াল নির্মাণ নয়, দেয়াল ভাঙ্গা, এবং বিচ্ছিন্ন নয়, উন্মুক্ত হওয়া; যাতে আরও উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠিত হয়।

 

 বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যানের আমন্ত্রণে আজ (সোমবার) বেইজিং থেকে অনলাইনে ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামে দেয়া গুরুত্বপূর্ণ এক ভাষণে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। (রুবি/এনাম/শিশির)