তুষার ও বরফ ক্রীড়ার ব্যাপক বিকাশে ভূমিকা রাখছে বেইজিং অলিম্পিক
2022-01-17 19:06:30

জানুয়ারি ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতিকাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি  তুষার ও বরফ ক্রীড়ায় ৩০ কোটি মানুষের অংশগ্রহণের অগ্রগতি প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি চীনের তুষার ও বরফ ক্রীড়ার বিকাশ সম্পর্কেও খোঁজখবর নেন।

 

চীনা প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় অধিক থেকে অধিক মানুষ বরফ ও তুষার ক্রীড়া উপভোগ করতে পেরেছেন এবং নির্ধারিত সময়ের পূর্বেই তুষার ও বরফ ক্রীড়ায় ৩০ কোটি মানুষের অংশগ্রহণের  লক্ষ্য বাস্তবায়িত হয়েছে।

 

গত ১২ জানুয়ারি চীনের জাতীয় ক্রীড়া সদরদপ্তরের শীতকালীন ক্রীড়া প্রশাসন কেন্দ্র প্রকাশিত জরিপ সূত্রে জানা গেছে, বেইজিং ২০১৫ সালে শীতকালীন অলিম্পিক আয়োজনের যোগ্যতা লাভের পর থেকে নিখিল চীনে তুষার ও বরফ ক্রীড়ায় যোগ দিয়েছেন ৩৪.৬ কোটি মানুষ, আর অংশগ্রহণের হার ছিল ২৪.৫৬ শতাংশ।

চীনের কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অর্থনীতি-বিষয়ক গবেষণালয়ের পরিচালক ওয়াং ইয়ু সিয়োং বলেন, কেন্দ্রীয় থেকে স্থানীয় সরকার পর্যন্ত সবাই তুষার ও রবফ ক্রীড়াকে গতিশীল করার জন্য বিভিন্ন নীতি প্রণয়ন করেছে। ফলে তুষার ও বরফ ক্রীড়ায় ৩০ কোটি মানুষের যোগদানের লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়িত হয়েছে। তা ছাড়া, ক্রীড়া, ক্রীড়া শিল্প, গণশরীরচর্চা, তরুণ-তরুণীদের ক্রীড়াসহ নানা ক্রীড়ার উন্নয়নে তুষার ও বরফ ক্রীড়াকে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে।

 

সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে জনসাধারণের তুষার ও  বরফ ক্রীড়ায় যোগদানের চেতনা অনেক বৃদ্ধি পেয়েছে। জরিপে দেখা গেছে,  ২০১৫ সালে এই ক্রীড়ায় যোগদানকারীর মধ্যে ৯২.৬৪ শতাংশই নিজের ইচ্ছায় অংশগ্রহণ করেন। তবে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত চীনে আনুষ্ঠানিক নিবন্ধিত বরফ ও তুষার ক্রীড়া-বিষয়ক সংস্থার পরিমাণ ৭৯২টিতে দাঁড়ায়।

 

(রুবি/এনাম/শিশির)