ইসি গঠন আইনে মন্ত্রিসভার অনুমোদন, থাকছে সার্চ কমিটি
2022-01-17 19:41:04

জানুয়ারি ১৭: সার্চ কমিটি গঠনের সুযোগ রেখে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। 

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপের মধ্যেই এ অনুমোদন দিল মন্ত্রিসভা। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইনের খসড়ায় সিইসি এবং ইসি হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সিইসি ও ইসি হতে বাংলাদেশের নাগরিক হতে হবে, কমপক্ষে ৫০ বছর বয়স হতে হবে এবং সরকারি-আধাসরকারি, বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজ করতে হবে।

মাহমুদ হাশিম/শান্তা

ছবি: পিআইডি