নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু
2022-01-16 19:57:21

জানুয়ারি ১৬: বাংলাদেশে  উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে একযোগে ভোট শুরু হয়। বিরতিহীনভাবে তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সিটি এলাকার ২৭ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন নারী ভোটার ও ৪ জন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছে। 

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে যেকোন ধরনের সহিংসতা প্রতিরোধে ও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সে জন্য পুলিশের ২৭টি স্ট্রাইকিং ফোর্স ও ৬৪ মোবাইল টিম মাঠে থাকবে। তিনটি এলাকা মিলিয়ে ১৪ প্লাটুন বিজিবিসহ র‌্যাবের তিনটি স্ট্র্যাইকিং ফোর্স, ছয়টি চেকপোস্ট, সাতটি টহল টিম দায়িত্ব পালন করছে। তাছাড়াও নির্বাচনে সহিংসতা রোধে ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। 

মাহমুদ হাশিম/শান্তা