কাজাখস্তানে অংশ নেওয়া শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা বেলারুশ প্রেসিডেন্টের
2022-01-16 15:40:12

জানুয়ারি ১৬: বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো  গতকাল (শনিবার) মিনস্কের সামরিক বিমানবন্দরে কাজাখস্তানে শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণকারী বেলারুশ সেনাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এ সময় তিনি কাজাখস্তানে শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা’র ভূয়সী প্রশংসা করেন।

 

প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, এই অভিযানের মাধ্যমে সংস্থাটি প্রথমবারের মতো এ অঞ্চলের সদস্য দেশের শান্তিরক্ষা অভিযানে অংশ নিয়েছে। সংস্থাটির অভিযান কাজাখস্তানকে বাঁচিয়েছে এবং একটি বিদ্রোহ দমন করেছে।

 

তিনি আরও বলেন, সিআইএসসিএসটিও শান্তিরক্ষী বাহিনী সন্ত্রাসী ও চরমপন্থীদের দমন করেছে। তাতে বিশ্বের কাছে সংস্থাটির সদস্যদের ঘনিষ্ঠ সম্পর্ক ও সংস্থার কার্যকারিতা ও সম্ভাবনা প্রমাণীত হয়েছে।  (রুবি/এনাম/শিশির)