কাল বিশ্ব অর্থনীতি ফোরামে ভাষণ দেবেন সি চিন পিং
2022-01-16 17:19:16

জানুয়ারি ১৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামীকাল (সোমবার) বেইজিং থেকে অনলাইনে বিশ্ব অর্থনীতি ফোরামে এক ভাষণ দেবেন।

 

এর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দুবার এ ফোরামে ভাষণ দিয়েছিলেন। তাতে তিনি বিশ্বের কাছে ‘অর্থনীতির বিশ্বায়ন ও বহুপক্ষবাদ সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

 

প্রথমে ২০১৭ সালের ১৭ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন চীনের প্রেসিডেন্ট সি।

 

তাতে তিনি ‘যৌথভাবে যুগের দায়িত্ব পালন করা এবং বিশ্বের উন্নয়ন বেগবান করা’ শীর্ষক মূল ভাষণ দিয়েছেন। ভাষণে সি চিন পিং অর্থনীতির বিশ্বায়ন সম্পর্কে বলেন, “অর্থনীতির বিশ্বায়ন নিয়ে চীনেরও সন্দেহ ছিল। তবে আমরা মনে করি, বিশ্ব অর্থনীতির সংমিশ্রন ঐতিহাসিক প্রবণতা। চীনের অর্থনীতির উন্নয়ন করতে হলে বিশ্ব বাজারের সমুদ্রে সাঁতার কাটতে হবে। সমুদ্রের সাঁতার না কাটলে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, তাই চীন বিশ্ব বাজারে প্রবেশ করেছে। এটি সঠিক সিদ্ধান্ত”।

 

সি চিন পিং বলেন, মানব জাতি পরস্পরের অভিন্ন স্বার্থের কমিউনিটিতে পরিণত হয়েছে। তাই উন্মুক্ত বিশ্ব অর্থনীতির উন্নয়ন করতে এবং উন্মুক্ততার মধ্যে সুযোগ ও স্বার্থ শেয়ার করে উভয়ের কল্যাণ নিশ্চিত করতে হবে।

 

দ্বিতীয় দফায় ২০২১ সালের ২৫ জানুয়ারি সি চিন পিং ভিডিও সংযোগের মাধ্যমে বিশ্ব অর্থনীতি ফোরামে অংশ নেন। তাতে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, আদর্শগত পক্ষপাত, দক্ষিণ ও উত্তর উন্নয়নের ব্যবধান কমিয়ে আনা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা বর্তমান বিশ্বের চারটি গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয় মোকাবিলা করলে বিশ্বব্যাপী অভিযান ও সহযোগিতা প্রয়োজন। তাই সবার উচিত বহুপক্ষবাদ রক্ষা এবং মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করা।

 

(রুবি/এনাম/শিশির)