বসন্ত উত্সবে গণপরিবহনের শৃঙ্খলা জোরদার চান লিউ হ্য
2022-01-16 19:52:25


জানুয়ারি ১৬: চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হ্য গতকাল (শনিবার) আসন্ন বসন্ত উত্সব উপলক্ষ্যে গণপরিবহন খাতে শৃঙ্খলা জোরদারে দিকনিদের্শনা দিয়েছেন। 


তিনি বলেন, বসন্ত উত্সবে গণপরিবহনের শৃঙ্খলা জনগণের স্বার্থের সাথে জড়িত রয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুসারে বিভিন্ন পরিবহন যোগাযোগ বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠানকে কাজ করতে হবে। 


তিনি বলেন, মহামারী প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সেবার মান উন্নত করতে হবে। যাতে যাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা এবং বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সুষ্ঠু আয়োজন নিশ্চিত হয়। 


লিউলিছিয়াও যাত্রী পরিবহন কেন্দ্রে গিয়ে তিনি মহামারী প্রতিরোধসহ নানা কাজ পরিদর্শন করেন এবং বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পরিবহন সেবার প্রস্তুতির খুঁজ-খরব নেন। পরে তিনি বেইজিং দক্ষিণ রেল স্টেশন ও তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। 


চীনা উপপ্রধানমন্ত্রী বলেন, মহামারী প্রতিরোধ দীর্ঘমেয়াদে জোরদার করার পাশাপাশি বসন্ত উত্সবে গণপরিবহনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। 


(আকাশ/এনাম/রুবি)