যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃপক্ষীয় বৈঠকের প্রস্তাব
2022-01-16 16:05:49


জানুয়ারি ১৬: সম্প্রতি  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি তৃপক্ষীয় শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের এক পরিচালকের বরাতে দেশটির জাতীয় বার্তা সংস্থা এ তথ্য জানায়।

 

ইউক্রেনে দায়িত্বপালনকারী সাবেক এক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত্কালে ওই পরিচালক বলেন, বাইডেনকে ভিডিও লিঙ্কের মাধ্যমে বৈঠক আয়োজনের আমন্ত্রণ জানিয়েছেন জেলেনস্কি । বর্তমানে এ নিয়ে রাশিয়ার জবাবের অপেক্ষা করছে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রও এ প্রস্তাবের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

 

তবে এক সাংবাদিক সম্মেলনে রুশ প্রেসিডেন্টের তথ্য সচিব বলেছেন, এ পর্যন্ত তৃপক্ষীয় বৈঠকের ব্যাপারে কোন তথ্য পায়নি রাশিয়া। (শিশির/এনাম/রুবি)