বেইজিং অলিম্পিকের প্রতি সমর্থন জানিয়েছে আফ্রিকার নানা দেশ
2022-01-16 16:06:31


জানুয়ারি ১৬: গত ১৩ জানুয়ারি কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসোমানি চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) একটি বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন।

 

সাক্ষাত্কারে তিনি চীন করোনা মহামারি চলাকালে সুষ্ঠুভাবে অলিম্পিক গেসম আয়োজন, এবং নানা দেশের ক্রীড়াবিদ ও চীনাদের স্বাস্থ্য রক্ষা করতে পারবে বলে তাঁর প্রত্যয় ব্যক্ত করেছেন। চীনের বড় আকারের ইভেন্ট আয়োজনের দক্ষতা আছে এবং বেইজিং অলিম্পিক গেমস সফল হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

কমোরোসের পররাষ্ট্রমন্ত্রীও বেইজিং অলিম্পিক গেমসের জন্য শুভ কামনা এবং অলিম্পিক গেমসের মাধ্যমে আন্তর্জাতিক মৈত্রী বাড়ানোর জন্য সকল দেশকে বেইজিংয়ে অলিম্পিকে অংশগ্রহণের আহ্বান জানান।

 

গত ১৪ জানুয়ারি মাদাগাস্কার অলিম্পিক কমিটির চেয়ারম্যান বলেন, বেইজিং অলিম্পিক গেমসের জন্য অপেক্ষায় আছেন এবং মাদাগাস্কার প্রতিনিধি দলের বেইজিংয়ে যাওয়া নিয়ে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। 

 

একই দিন মালি অলিম্পিক কমিটির চেয়ারম্যান হাবিব সিসোকো বলেন, ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পক গেমসকে সমর্থন এবং অলিম্পিকের রাজনীতিকরণের বিরোধিতা করে করে তাঁর দেশ ।(শিশির/এনাম/রুবি)