সিনচিয়াংয়ে নারী, শিশুদের জীবনযাত্রার মানের অব্যাহত উন্নয়ন
2022-01-16 16:00:04

জানুয়ারি ১৬: সাম্প্রতিক বছরগুলোতে চীনের সিনচিয়াংয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও জনগণের পরিবারিক জীবনসহ নানা ক্ষেত্রে নারী ও শিশু অধিকার অধিক হারে রক্ষিত হয়েছে। ফলে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে।

 

 সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের নারী ও শিশু কর্মকমিটির উপমহাপারিচালক ওয়াং লি সিয়া জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ে নারী ও শিশুদের শারীরিক অবস্থা উন্নত হয়েছে। মা ও শিশুর নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে।

 

তিনি বলেন,  গত বছর সিনচিয়াংয়ে গর্ভবর্তী নারীদের এবং নবজাতক ও পাঁচবছরের কম বয়সী শিশুদের মৃতের হার অনেক কমেছে। ফলে প্রতিলাখে তা যথাক্রমে ৭.৮৯ , ০.৬৭৫, ১.০৯১ জনে দাঁড়িয়েছে।

 

নারী ও শিশুদের শিক্ষাগ্রহণের হারও অনেক বেড়েছে। গত বছর এটি ৯৮.১৯ শতাংশে দাঁড়িয়েছে, যা নিখিল চীনের ৮৫.২০ শতাংশের গড়পড়তার তুলনায় অনেক বেশি।

 

তা ছাড়া, অর্থনীতি, সমাজ ও প্রশাসনসহ নানা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে। নারীদের কর্মসংস্থানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। পুরুষ ও নারীদের একই কর্মে সমান বেতন-ভাতা নিশ্চিত হয়েছে।  (রুবি/এনাম/শিশির)