কাল ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে প্রেসিডেন্ট সি’র ডিজিটাল অর্থনীতি-বিষয়ক প্রবন্ধ
2022-01-15 16:51:42

জানুয়ারি ১৫: আগামীকাল (রোববার) ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং’র ‘ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী, সুষ্ঠু ও বড় করে গড়ে তোলা” শীর্ষক একটি প্রবন্ধ।

 

প্রবন্ধে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল অর্থনীতির উন্নয়নের গতি  দ্রুত,  আওতা বিশাল এবং প্রভাব খুবই বেশি, যা অভূতপূর্ব। এটি অর্থনীতির বিশ্ব উপাদন, সম্পদ ও কাঠামোর পুনর্গঠন এবং বিশ্বে প্রতিদ্বন্দ্বিতার কাঠামো পরিবর্তনের নির্ণায়ক শক্তিতে পরিণত হয়েছে। তাই আমাদের উচিত চীনা জাতির মহা পুনরুত্থান ও শত বছরের পরিবর্তনের প্রেক্ষাপটে উন্নয়ন ও নিরাপত্তা সংশ্লিষ্ট দুটো কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং ডিজিটাল অর্থনীতি ও বাস্তব অর্থনীতির গভীর সংমিশ্রন বেগবান করে ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী, সুষ্ঠু ও সম্প্রসারিত করা।

 

প্রবন্ধে আরও বলা হয়েছে, সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে সিপিসি ডিজিটাল অর্থনীতির উন্নয়নকে দেশের কৌশলে উন্নীত করেছে। জাতীয় পর্যায়ে ডিজিটাল অর্থনীতিকে বেগবান করা হবে। ডিজিটাল অর্থনীতির উন্নয়ন করা নতুন প্রযুক্তিগত সংস্কার ও শিল্প বিপ্লবের অন্যতম উপায়। ডিজিটাল অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন নতুন উন্নয়নের কাঠামো গঠন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গঠন এবং দেশের প্রতিদ্বন্দ্বিদের জন্য সুবিধাজনক ও সহায়ক হবে।  (রুবি/এনাম/শিশির)