বাংলাদেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
2022-01-15 19:19:39

জানুয়ারি ১৫: বাংলাদেশে বাড়ছে শীতের প্রকোপ। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ওই অঞ্চলে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। হালকা বৃষ্টির এই প্রবণতা আগামিকাল রোববারও অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাংলাদেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। 

তানজিদ/শান্তা

ছবি: সিএমজি বাংলা