বেইজিং অলিম্পিক আয়োজনে চীনের ভূয়সী প্রশংসা পাক প্রেসিডেন্টের
2022-01-15 16:21:14

জানুয়ারি ১৫: গতকাল (শুক্রবার) পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী ইসলামবাদে চীনা তথ্যমাধ্যমকে একটি সাক্ষাত্কার দিয়েছেন।

চীনা সাংবাদিকরা তখন পাক প্রেসিডেন্টকে  আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের মাসকট  ‘বিং তুন তুন’ উপহার দেন । এসময় প্রেসিডেন্ট মাসকটটি তাঁর অনেক পছন্দ হয়েছে বলে জানান।

সাক্ষাতকারে পাক প্রেসিডেন্ট বেইজিং অলিম্পক গেমস আয়োজনে চীনা সরকার ও জনগণের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, তাঁর দেশের তরুণ খেলোয়াড়দের বেইজিং অলিম্পিক গেমসে অংশগ্রহণে উত্সাহ দেন।

তিনি বলেন, “আমার মতে, মহামারি চলাকালে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করা চীন সরকার ও জনগণের পক্ষ্যে এক অসাধারণ সফলতা। তরুণদের এতে অংশগ্রহণে উত্সাহ দেই আমি। যারা গেমসে অংশগ্রহণ করবে তারা চীন থেকে সুন্দর স্মৃতি নিয়ে ফিরে আসবে”।

 (শিশির/এনাম/রুবি)