যুক্তরাষ্ট্রে ব্যাঘ্র বর্ষের বেইজিং অলিম্পিকের উষ্ণতা ছড়ালো সিএমজি
2022-01-15 19:22:59


জানুয়ারি ১৫: গত ১০ জানুয়ারি চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উত্তর আমেরিকা সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাপিটল স্টেডিয়ামে ‘শীতকালীন অলিম্পিককে স্বাগত জানিয়ে একসাথে ভবিষ্যতে এগিয়ে চলা’ শীর্ষক এক মিডিয়া অভিযানের আয়োজন করেছে। 


অনলাইন ও অফলাইনে উত্তর আমেরিকার জনসাধারণকে বেইজিং শীতকালীন অলিম্পিক সম্পর্কে জানিয়েছে এই অভিযান।

এদিন রাতে ওয়াশিংটনের কেন্দ্রীয় অঞ্চলের হকি মাঠে সিএমজির সিজিটিএন লগোর “চায়নিজ রেড” ব্যানার প্রদর্শন করা হয়। এসময় মার্কিন হকি দর্শকদের কাছে বাঘের খেলনাও বিতরণ করা হয়।

চীনের সম্প্রচার উপমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেং হাই সিয়োং, এবং যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছিন কাং ভিডিও সংযোগের মাধ্যমে মার্কিন ক্রীড়া অনুরাগীদের বেইজিং অলিম্পিকে আমন্ত্রণ এবং চীনের ঐতিহ্যবাহী ব্যাঘ্র বর্ষের শুভেচ্ছা জানান।




অনুষ্ঠান চলাকালে হাজার হাজার দর্শক বেইজিং অলিম্পিককে শুভেচ্ছা জানান।

ক্রীড়া অনুরাগী পিটার বলেন, তিনি বাঘের খেলনা খুব পছন্দ করেন এবং এ খেলনা তার তিন সন্তানকে দেবেন। বেইজিং অলিম্পিক গেমসের সাফল্য এবং প্রত্যেকের সৌভাগ্য কামনা করেন তিনি। (রুবি/এনাম/শিশির)