‘নিষেধাজ্ঞা’ দিয়ে কোরীয় উপদ্বীপ সমস্যার সমাধান হবে না: চীন
2022-01-14 10:52:39

জানুয়ারি ১৪: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলে, নিষেধাজ্ঞা দিয়ে কোরীয় উপদ্বীপ সমস্যার সমাধান হবে না।

গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার পরীক্ষামূলক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ নিয়ে নতুন দফা নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন।

এ বিষয়ে মুখপাত্র ওয়াং বলেন, চীন সবসময় নিজেদের আইন অনুযায়ী অন্য দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা এবং তথাকথিত ‘লং আর্ম জুরিসডিকশনের’ বিরোধিতা করে। চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষ সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়ে সংলাপ ও সঠিক কাজ করবে; পরিস্থিতি স্থিতিশীল করা এবং পারস্পরিক আস্থা তৈরি করবে এবং কোরীয় উপদ্বীপ সমস্যার রাজনৈতিক সমাধান প্রক্রিয়া জোরদার করবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)