আগামী দু’বছরে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি যথাক্রমে ৪ ও ৩.৫ শতাংশ হতে পারে
2022-01-14 10:53:39

জানুয়ারি ১৪: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘের প্রকাশিত ‘বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও বিশ্লেষণ-২০২২’-এ ধারনা করা হয় যে, ২০২২ ও ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি যথাক্রমে ৪ ও ৩.৫ শতাংশ বাড়বে।

রিপোর্টে বলা হয়, কোভিড-১৯ মহামারীর কারণে শ্রমিকের অভাব, সরবরাহ চেইন বন্ধ এবং মুদ্রাস্ফীতি-সহ বিভিন্ন কারণে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার বিরাট বাধার সম্মুখীন হচ্ছে।

 

রিপোর্টে আরও বলা হয়, আগামী বছরগুলোতে কর্মসংস্থানের হার কমতে থাকবে। টিকাদানের ধীর গতি ও নানা কারণে উন্নয়নশীল দেশগুলোর কর্মসংস্থান বাড়ছে না।

রিপোর্টে উল্লেখ করা হয়, অনেক উন্নয়নশীল দেশের সীমিত অর্থ এবং তহবিল গঠনের নিষেধাজ্ঞা মহামারী মোকাবিলায় সরকারের দক্ষতা সীমিত হয়ে পড়েছে। অর্থ ও ঋণ পরিস্থিতি নিম্ন আয়ের উন্নয়নশীল দেশের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়েছে, অনেক দেশ ঋণ সংকটে পড়েছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)