ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক কাউন্সিলর ও চীনা ভাইস প্রেসিডেন্টের ভিডিও সাক্ষাত্
2022-01-14 10:32:39

জানুয়ারি ১৪: গতকাল (বৃহস্পতিবার) ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক কাউন্সিলর ইমানুয়েল বোনে এবং চীনা ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান ভিডিও সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে বোনে বলেন, চলতি বছরের প্রথমার্ধে ফ্রান্স ইইউ’র পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা জোরদার এবং চীনের প্রতি সঠিক ধারণা রাখার ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা পালন করতে চায়। যাতে চীন ও ইইউ’র সম্পর্ক উন্নয়নে অবদান রাখা যায়।

ওয়াং ছি শান বলেন, দু’দেশের নেতৃবৃন্দের যৌথ প্রয়াসে চীন-ফ্রান্স সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নতি হয়েছে। ফ্রান্সকে চীনের সার্বিক কৌশলগত অংশীদার হিসেবে আখ্যায়িত করে, দেশটির সঙ্গে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে অবদান রাখতে চায় বেইজিং। শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া ইইউ’র উন্নয়নের সফল অভিজ্ঞতা; যা চীন ও ইইউ সম্পর্কের জন্য উপযোগী। ইইউ’র সঙ্গে পারস্পরিক সম্মান ও উন্মুক্ত সহযোগিতার ভিত্তিতে অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করতে চায় বেইজিং।

বোনে বলেন, ফ্রান্স চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়, চীনের সাথে পারস্পরিক কল্যাণকর সহযোগী সম্পর্ক গঠনে ইতিবাচক ভুমিকা পালন করবে প্যারিস।(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)