চিয়াংসু প্রদেশে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2022-01-14 19:12:13


জানুয়ারি ১৪: চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শুক্রবার) চিয়াংসু প্রদেশের উসি শহরে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর আল বুসাইদির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, উন্নয়নশীল ও নবোদিত অর্থনীতি হিসেবে চীন ও ওমান অভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। দু’পক্ষের উচিত পারস্পরিক সহযোগিতা গভীরতর করা এবং দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

এসময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিসিসি’র সঙ্গে চীনের অবাধ বাণিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরের ধারণাকে সমর্থন করে তাঁর দেশ। এ ধরনের যে-কোনো চুক্তি দু’পক্ষের সহযোগিতায় নতুন চালিকাশক্তির যোগান দেবে।

বৈঠকে দু’পক্ষ প্রাকৃতিক গ্যাস উন্নয়ন, সরঞ্জাম নির্মাণ, শিল্প পার্ক, ফাইভজি টেলিযোগাযোগ ও বিদ্যুত্সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং নতুন জ্বালানিসম্পদ বাড়ানো ও পুনঃব্যবহারযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ করার ব্যাপারে একমত হয়। বৈঠকে উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি)-র সঙ্গে চীনের সহযোগিতা গভীরতর করা, ইরান-পরমাণুচুক্তি, মধ্যপ্রাচ্য ও ইয়েমেনসহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করা হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)