‘সংবাদপত্রের স্বাধীনতার’ অজুহাতে চীন ও বেইজিং অলিম্পিক নিয়ে মিথ্যাচার অগ্রহণযোগ্য: মুখপাত্র
2022-01-13 19:10:45


জানুয়ারি ‌১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বৃহস্পতিবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে বিভিন্ন গণমাধ্যমের গঠনমূলক মতামতকে স্বাগত জানায় চীন। তবে, তথাকথিত ‘সংবাদপত্রের স্বাধীনতার’ অজুহাতে চীন ও বেইজিং অলিম্পিক নিয়ে মিথ্যাচার অগ্রহণযোগ্য।

মুখপাত্র আরও বলেন, বিদেশি সংবাদমাধ্যমগুলো চীনে অবাধে কাজ করতে পারে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের খবরাখবর প্রচারের ক্ষেত্রেও কোনো বাধা নেই। বিদেশি সাংবাদিকদের বৈধ স্বার্থ রক্ষায় চীনে স্পষ্ট আইন আছে। তবে, কেউ যদি কুমতলবে চীনের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়, তবে তা সহ্য করা হবে না।

উল্লেখ্য, সম্প্রতি একটি বিদেশি বেসরকারি সংস্থা এই মর্মে উদ্বোগ প্রকাশ করেছে যে, মহামারী-প্রতিরোধক ব্যবস্থার কারণে বেইজিংয়ে বিদেশি সাংবাদিকরা শীতকালীন অলিম্পিক গেমস কাভার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)