তুরস্ক ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন ওয়াং ই
2022-01-13 11:13:30

জানুয়ারি ১৩: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চিয়াং সু প্রদেশের উ সি শহরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রিপরিষদ-বিষয়ক প্রতিমন্ত্রী শায়খ মোহাম্মদ আল-সাবাহের সঙ্গে বৈঠক করেছেন।

কাভুসোগলু’র সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের শীর্ষনেতাদ্বয়ের দিকনির্দেশনা অনুযায়ী, দু’দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন জোরদার করা হবে।

কাভুসোগলু বলেন, তুরস্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে, ‘মধ্য করিডোর প্রকল্প’ এবং ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগে সংযোগ বাড়াতে চায়। সেই সঙ্গে তুরস্ক মনে করে, ক্রীড়া খাত নিয়ে রাজনীতি করা উচিত নয়।

মোহাম্মদের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রীয় প্রধান উচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থা ও গভীর মৈত্রী প্রতিষ্ঠা করেছেন। চীন-কুয়েত সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে নির্ভরশীল রাজনৈতিক আস্থার পরিবেশ তৈরি করা হবে।


মোহাম্মদ বলেন, কুয়েত-চীন সম্পর্ক দেশটির বৈদেশিক সম্পর্কের দৃষ্টান্তে পরিণত হয়েছে। কুয়েত চীন নিজের দেশের স্বার্থ রক্ষার নির্ভুল অবস্থানে সমর্থন দেয় এবং মানবাধিকার বিষয়ে ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)