করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশে কার্যকর হচ্ছে বিধিনিষেধ
2022-01-13 19:31:25

জানুয়ারি ১৩: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার থেকে এই বিধিনিষেধ কার্যকর করা হয়। এর আগে গত সোমবার বিধিনিষেধ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এসময় ১১টি বিধিনিষেধ মেনে চলার কথা বলা হলেও গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত কার্যকর হবে শনিবার (১৫ জানুয়ারি) থেকে। বিধিনিষেধ চলাকালীন পূর্বের ভাড়া দিয়েই গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় সরকার।

তানজিদ/সাজিদ