ইরানের পরমাণু আলোচনায় দীর্ঘস্থায়ী চুক্তি বাস্তবায়নের চেষ্টা করে তেহরান
2022-01-13 10:43:11

জানুয়ারি ১৩: গতকাল (বুধবার) ইরানের সংসদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও কূটনৈতিক নীতি কমিটির চেয়ারম্যান ওয়াহিদ জালালজাদ বলেছেন, ইরানের পরমাণু আলোচনায় দেশের স্বার্থ রক্ষায় দীর্ঘস্থায়ী চুক্তি বাস্তবায়নের চেষ্টা করে তেহরান।

ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন জালালজাদ বলেছেন, ইরানের পরমাণু আলোচনার সংশ্লিষ্ট পক্ষগুলোর উত্থাপিত ‘অস্থায়ী চুক্তি’ তেহরানের সবচেয়ে কাঙ্ক্ষিত ফলাফল নয়, তবে সংশ্লিষ্ট প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয় নি।

 

তিনি আরো বলেন, যে কোনো চুক্তি বাস্তবায়ন করতে হবে, পাশ্চাত্য দেশগুলো সবসময় প্রতিশ্রুতি মেনে চলে না। ইরানের স্বার্থ নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় বসার চিন্তা করতে পারে।

উল্লেখ্য, ইরানের পরমাণু চুক্তি-সংশ্লিষ্ট পক্ষ গত এপ্রিল থেকে ভিয়েনায় আলোচনা করে আসছে। তাতে ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি অনুসরণ পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় বসে নি। অষ্টম দফা আলোচনা গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)